MM kit খাওয়ার পর আমার স্ত্রীর প্রচন্ড পেট ব্যাথা এবং রক্তক্ষরণ হয় এবং রক্তের সাথে ৩ টি ক্ষুদ্র ক্ষুদ্র মাংশ পিন্ড যায়। ব্যাথা ঔষধ খাওয়ার ৬ ঘন্টার মধ্যে কমলেও ব্লিডিং হচ্ছে এখনো। ঠিক ১ দিন পর আবার ব্যাথা হচ্ছে। এখন প্রশ্ন হলো গর্ভপাত সম্পন্ন হয়েছে কিনা? যেখন যেহেতু ব্যাথা আবার হচ্ছে কোনো সমস্যা হবে কি না?
Share with your friends
Jamiar

Call

এটি পিল খাওয়ার কারনে হয়েছে আর এই পিলের পার্শ্বপ্রতিক্রিয়া ,তলপেটে ব্যথা , প্রচুর যোনি রক্তপাত, বমি ভাব, শরীর দুর্বল হওয়া । যেহেতু এখন তলপেটে ব্যথা করছে এবং পরবর্তীতে আবার প্রচুর রক্তপাত হতে পার কাজেই দ্রুত একজন গাইনি চিকিৎসক এর পরামর্শ নিয়ে ব্যথা ও রক্তপাত বন্ধ করান। আর হ্যা যেহেতু রক্ততপা হয়েছে  তাহলে দুশ্চিন্তা করবেন না  গর্ভপাত সফল হয়েছে  ।

Talk Doctor Online in Bissoy App