Jamiar

Call

না। সাদা স্রাব প্রেগন্যান্সি লক্ষন না। আর অতিরিক্ত গন্ধযুক্ত  সাদা অস্বাভাবিক সে ক্ষেত্রে গাইনি চিকিৎসক এর পরামর্শ নেওয়া জরুরী । সাদা স্রাব এটি সাধারণত পাতলা এবং সামান্য চিটচিটে হয়। অনেকসময়ে ঋতুস্রাবের আগে অথবা ঋতুস্রাব অনিয়মিত হলে, যোনি সংক্রান্ত সমস্যা বা ইউরিন  ইনফেকশন হলে , প্রচণ্ড ধকল গেলে বা মানসিক চাপ বৃদ্ধি পেলে, যৌন উত্তেজনা হলে কিংবা শরীরে হরমোনাল ভারসাম্য বিঘ্নিত হলে মহিলাদের যোনিপথ থেকে এই তরল নিঃসৃত হয়ে থাকে। সাধারণত সাদাস্রাব জলের মতো ট্রান্সপারেন্ট হয়ে থাকে। তবে কখনও-কখনও এটি ঘন, অদ্ভুত রঙের এবং দুর্গন্ধযুক্তও হয়। তখন কিন্তু দেরি না করে গাইনি  ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া উচিত।মাসিক হবে অপেক্ষা করুন তবে ভালো হবে গাইনি চিকিৎসক এর কাছে যান। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ