শেয়ার করুন বন্ধুর সাথে
Call

খুব সাধারণ একটা ব্যাপার। আমাদের ত্বক এমনিতেই ঘামে। শীতের দিনেও কিছুটা ঘামে। এগুলো গায়ে শুকিয়ে ময়লা হয়ে যায়। তাছাড়া এমনিতেও ধূলাবালি পড়ে ত্বকে ময়লা জমে। গোসল করলে ত্বক পরিষ্কার হয়। ব্যাকটেরিয়া দূর হয়। তখন আর সমস্যা হয়না। কিন্তু টানা কয়েকদিন গোসল না করলে তখন ত্বক অপরিষ্কার হয়ে যায়। ব্যাকটেরিয়া বাসা বাধে ময়লা ত্বকে। আর এভাবেই গায়ে চুলকানি হয়। শুধু যে চুলকাবে তা না। গায়ে দূর্গন্ধ ও হতে পারে। যেটা আশেপাশের মানুষ খুব সহজেই টের পাবে। Perfume দিয়ে হয়তো কিছুটা রক্ষা হবে। কিন্তু সেটা কোন সমাধান না। শীতকালে বরজোড় 2/3 দিন গোসল গ্যাপ দেয়া যেতে পারে অতিরিক্ত ঠান্ডা থাকলে। কিন্তু এর বেশি সময় গোসল না করে থাকাটা অস্বাস্থ্যকর। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ