Call

শরীর ও শরীরের অঙ্গপতঙ্গ    প্রাকৃতিক  ভাবে সৃষ্টি।  কারো ছোট কারো বড়।  বয়স অনুযায়ী আপনার অন্ডকোষ ছোটো বলে আপনার মনে হচ্ছে  তবে এটা কোনো সমস্যা নয়।  আপনি নিজে যে কাজটা (হস্তমৈথুন)   করতেছেন    এটা আপনার জন্য অনেক ক্ষতিকর।  হস্তমৈথুনের বদ অভ্যাস ছেড়ে দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া কাজকর্ম করতে থাকেন।  ঠিকমতো খাবার খাবেন।  দৈনিক ৬-৮ ঘন্টা ঘুমাবেন। বয়স বাড়ার সাথে  সাথে শারীরিক গঠন  পরিপূর্ণ হয় তখন সব ঠিক হয়ে যাবে ।                        

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

হ্যা এটি স্বাভাবিক তবে   খুব বেশিই একটা  বড় ও ছোট  বা একটার তুলনায় অন্যটা খুবেই বড় যা ব্যথা করে ও অন্ডকোষ এর শিরা ফুলে যায় তাহলে চিকিৎসা নেওয়া উচিৎ।

যদি আপনার মাঝে এমন কিছু নাই তাহলে কোন দুশ্চিন্তা করবেন না আপনি ঠিকাছেন ।
আর আপনার হস্তমৈথুন করার কারনে অন্ডকোষ এর উপর অনেক টাই চাপ প্রয়োগ পরে যার কারনে অন্ডকোষের স্বাভাবিক আকৃতি নষ্ট হতে পারে অন্ডকোষ ব্যথা হতে পারে ।ও পরবর্তীতে ভেরিকোসিল  বা হার্নিয়া হতে পারে তাই যত সম্ভব হস্তমৈথুন বাদ দিন। পুষ্টিকর খাবার খাবেন স্বাভাবিক ভাবে চলাফেরা করুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ