ডাক্তার বলছে বুসি সাকসব্জি খেতে।। এগুলা নিয়মিতই খাই তার পর ও কাজ করে না।। প্রচুর পায়খানা পেটে জমা হয়ে থাকে।।পেট বার বার লাগে। তাই পেটের যে ক্ষুদ্র নালির যে  আছে এটা কি পরিক্ষা করা যায় আর এই পরিক্ষার নাম কি। আমি করতে চাই আমার সন্দেহ পেটের যে ক্ষুদ্রনালি রয়েছে সেখানে কোনো সমসা আছে।ভাই আমাকে সাহাজ্য করে।। 
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

এটি আপনার কোষ্ঠকাঠিন্য কারনে হতে পারে যা গ্যাস্ট্রিক, বদহজম, এর কারনে হতে পারে আপনি প্রথমে একটি সিরাপ খেয়ে দেখুন কাজে আসে কিনা। magmill 200ml সিরাপ টি ৪ চামচ করে সকাল ও রাতে খাবেন হালকা গরম পানিতে বা দুধে গুলিয়ে খাবেন। এভাব ২/৩ দিন খেয়ে দেখুন আশা করি সমাধান পাবেন। আর আপনি যে টেস্ট টি করাতে চাচ্ছেন সে বিষয়ে একজন লিভার বিশেষজ্ঞ  পরামর্শ নিতে পারেন।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ