গ্যাসের গতীয়তত্ত্ব যে সমস্ত স্বীকার্যের উপর প্রতিষ্টিত, তার মধ্যে অন্যতম হলো, গ্যাসের অণুসমূহ সরলরৈখিক পথে ইতস্তভাবে সদা সঞ্চরণশীল। অণুগুলো পরস্পরের সঙ্গে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে অবিরত ধাক্কা খায়। গ্যাস অণুগুলোর পাত্রের দেওয়ালে অবিরত ধাক্কার ফলে গ্যাসের চাপ সৃষ্টি হয়। আদর্শ গ্যাসের অণুগসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তবে, বাস্তব গ্যাসের অণুসমূহের এই সমস্ত বল বিদ্যমান। এ কারণে, আদর্শ অবস্থায় আকর্ষণমুক্ত অণুগুলোর দেওয়ালে যে পরিমাণ ধাক্কা দেওয়ার কথা, তা বাস্তব গ্যাসের অণু দিতে পারে না। ফলে, বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপ অপেক্ষা কম হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ