শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কিছু কীবোর্ড আছে খুবই ফালতু টাইপের। এ ধরণের কীবোর্ড গুলোর গঠন ভালো হয়না। এমনভাবে বসানো থাকে যাতে করে Press করার পর পুনারায় Jump করতে গিয়ে একটা কী -র নীচের অংশটি অন্যটির সাথে লেগে যায়। এটা হল একটা কারণ। আরেকটা কারণ হল প্রতিটি কী এর নিচে একটা Soft রবারের মত থাকে। যেটা কী কে Jump করতে সাহায্য করে। কোনভাবে যদি একটা কী এর নিচের সেই রবার টা দূর্বল হয়ে যায় তাহলে সেটা প্রেস করার পর আবার ঠিক মত জাম্প করতে পারেনা। সেক্ষেত্রেও চাপ লেগে থাকবে। আপনি যদি খুব ফ্রী আর সফট টাইপের কী-বোর্ড চান তাহলে A4 Tech এর টা নিতে পারেন। এটা অবশ্য একটু বেশি ফ্রী। আর এটা ভাল না লাগলে যেকোন ভাল মানের একটা Multimedia Keyboard নিতে পারেন। দাম একটু বেশি হতে। 500 টাকা বা তার চাইতে কিছু বেশী। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ