যদি কেউ সন্দেহ করে যে, তার কাপড়ে কি পায়খানা লেগেছে; নাকি লাগেনি; সেক্ষেত্রে কাপড় ধৌত করা তার উপর আবশ্যকীয় নয়। কেননা মূল অবস্থা হচ্ছে- পোশাকের পবিত্রতা; যতক্ষণ পর্যন্ত না পোশাকে নাপাকি লাগার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়।

এ ব্যাপারে সৌদি আরবের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির আলেমগণ বলেন: যদি আপনি প্রস্রাবের ফোটা পড়ার ব্যাপারে নিশ্চিত হন তাহলে পোশাকের যে স্থানে প্রস্রাব লেগেছে সে স্থান ধৌত করা আবশ্যক। আর যদি সন্দেহ হয় সেক্ষেত্রে তার উপর সেটা আবশ্যক নয়। তবে, সন্দেহকে এড়িয়ে চলা উচিত; যাতে করে ব্যক্তি ওয়াসওয়াসাগ্রস্ত হয়ে না পড়ে।
উল্লেখ্য, পেশাব ও পায়খানার ক্ষেত্রে মাসআলা একই।

সূত্র: ফাতাওয়াল লাজনাহ আ-দায়িমা (৫/১০৬)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ