এখন করণীয় হলো আপনি আবার তাওবা করুন। কারণ গুনাহ হওয়া মাত্রই তাওবা করা কর্তব্য। তাই ওয়াদা ভাঙ্গবেন না এমর্মে তাওবা করার পর আবার ওয়াদা ভাঙ্গলে তাওবা করা যাবে না এমন কোন কথা নেই। বরং নিয়ম হলো গুনাহ হওয়া মাত্রই কোন একটা নেক আমল করা। আর তাওবা নিশ্চয় একটি নেক আমল। সুতরাং কোন সমস্যা নেই। হাদীসে এসেছে- হযরত আবূ যর রা. থেকে বণিত তিনি বলেন, রাসূল সা. আমাকে বলেছেন, আল্লাহ তাআলাকে ভয় কর। এবং গুনাহ হওয়া মাত্রই নেক আমল করে নাও। কেননা তা গুনাহকে মিটিয়ে দেয়। -জামে তিরমিযী, হা. ১৯৮৭। উল্লেখ্য, ওয়াদা রক্ষা করা ভদ্রতার পরিচায়ক। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ