Call

আপনার প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে গেলে বলবো আপনি গণিতে অনার্স করবেন।  এখন কথা হলো আপনি গণিতে এ+ পেয়ে অন্যান্য বিষয়ে নাম্বার কম পেলেন   তাহলে অনার্স পড়ার যোগ্যতা থাকবেনা।  কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার আগ্রহ নিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে  এসএসসি এইচএসসি দুইটাতেই গোল্ডেন + থাকার পরও ভালো সাবজেক্ট পায় না।                         আগে আপনি এসএসসি পাস করেন তারপর এইচএসসি পাস করার পর অনার্স পড়ার চিন্তা।   আপনার এসএসসি ও এইচএসসি মার্কসিট অনুযায়ী পরীক্ষা করা হবে আপনি কোন বিষয়ে ভালো।  যে বিষয়ে অনার্স পরেন আপনার ডিগ্রি হবে গ্রাজুয়েশন /স্নাতক(সম্মান)  আর মাত্র ১০ দিন পর আপনার এসএসসি পরীক্ষা গভীর মনোযোগ দিয়ে লেখাপড়া করেন,  ঘড়ির সময় দেখে তিন ঘন্টা পরীক্ষা দেয়ার চেষ্টা করেন পরীক্ষার দিন প্রশ কঠিন হলেও আপনার কাছে   সহজ মনে হবে।  আজেবাজে চিন্তা না করে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করতে চেষ্টা করেন।                                                    

Talk Doctor Online in Bissoy App

প্রকৃতপক্ষে এসএসসি বা এইচএসসি এর ইংলিশ এর সাথে বা গণিতের সাথে অনার্স লেভেলের ইংলিশ বা গণিতের বিন্দুমাত্র সম্পর্ক নেই।


আপনার সিদ্ধান্ত নেওয়া ভলো হবে এইচএসসি পরীক্ষার পর।

এবং অবশ্যই আপনার উচিত আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ে অনার্স করা।

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনার্সে চাইলেই মনের মত বিষয় পাওয়া যায় না। এটা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে। তবে আপনি এসএসসি এবং এইচএসসি তে যে বিষয়ে বেশি ভালো করবেন সে বিষয়ে অনার্স এর সাবজেক্ট আসার সম্ভাবনা বেশি

Talk Doctor Online in Bissoy App