শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি "সিনকারা" নামের ওষুধটি সেবন করতে পারেন। প্রতিদিন ২ বেলা ৩ চামচ করে খাবার গ্রহণের পর সেবন করুন, সাথে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ এবং দৈনিক অন্তত ৮ ঘন্টা ঘুমান। আশাকরি ৩ মাসের ভিতরেই আপনি ভরাট চেহারার অধিকারী হতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

১. বেশী বেশী চর্বি জাতীয় খাবার খান।২. প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন।৩. মাছ , মাংস , দুধ , ডিম বেশী পরিমাণে খান।৪. পরিশ্রমের কাজ করা থেকে বিরত থাকুন।৫. নিয়মিত রাতে ৮ ঘন্টা ঘুমান।৬. সব সময় টেনশন মুক্ত থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

  • পরামর্শঃ কোনো ঔষধ খাওয়া বা ব‍্যায়াম করার প্রয়োজন নেই। খাবারের প্রতি যত্নবান হলে, এমনিতেই মোটা হয়ে যাবেন। খাদ‍্য হিসেবে ধনেপাতা ও শসাকে পরিহার করতে হবে। কেননা, এ দুটি খাদ‍্য আপনাকে মোটা করার বদলে চিকন করে ফেলবে। খাওয়ার রুচি ও পুষ্টি বাড়ানোর জন্য প্রতিমাসে 'সিনকারা' সিরাপ গ্রহণ করবেন এবং নিম্নলিখিত খাবারগুলো খেলে আপনার মোটা হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। যেমনঃ

  1. গরুর গোশত।
  2. গরুর কলিজা।
  3. দেশী হাঁস-মুরগীর গোশত।
  4. আলুভাজি।
  5. আইসক্রীম।
  6. সতেজ ফল-মূল।
  7. দেশী হাঁস-মুরগীর ডিম।
  8. গাভীর খাঁটি দুধ ও দুধের সর।
  9. বিভিন্ন টাটকা মাছ।
  10. সবুজ শাক-সবজি।
  11. সকালে পান্তা ভাত।
  12. ভাত ও ভাতের মাড়।
  13. পোলাও।
  14. বিরিয়ানী।
  15. খিচুড়ি।
  16. অন‍্যান‍্য খাবার।
  17. বেশি বেশি পানি।
  • সিদ্ধান্তঃ আপনি যদি প্রতিদিন এসব খাবার নিয়ম করে খান ও পরিমিত ঘুমান, তাহলে আপনার কাঙ্ক্ষিত স্বাস্থ‍্য বেড়ে যাবে। ধন‍্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ