Jamiar

Call

আপনি প্রতিদিন সারা শরীরে        নারকৈল তৈল ব্যবহার করুন।বেলিফুল নারকেল তেল ভালো হবে। এবং  এই নারকৈল তৈল এর সাথে টেটরাসল সিরাপ মিশিয়ে নিবেন।

ব্যবহার বিধি :- ১০০ মিলি নারকৈল তৈলের সাথে তিন কুপা টেটরাসল (টেটরাসল সিরাপের ঢাকনা/ কুপা দিয়ে) দিয়ে মিশিয়ে নিবেন। গোসল করার পর এবং ঘুমানোর আগে পূরো শরীরে মালিস করবেন ৪/৫ দিনেই ভালো ফলাফল পাবেন।  এটি ম্যাজিক এর মত কাজ করবে আপনি অন্তত ব্যবহার করে দেখুন। 
টেটরাসল সিরাপের দাম ৬৮ টাকা। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি OLITALIA নামক OLIVE OIL টি মাখতে পারেন। এতে কাজ না হলে গ্লিসারিন ব্যবহার করুন। কারণ ত্বক শুষ্ক থাকার দরুণ চুলকানি হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এলার্জি জাতীয় সকল খাবার ত্যাগ করুন। প্রয়োজনে সাময়িক ভাবে চুলকানি বন্ধ রাখতে ডাক্তারের পরামর্শ মতে টেবলেট সেবন করুন। তাছাড়া চিরস্থায়ী ভাবে সমাধান পেতে হামদর্দ কম্পানির ছাফী ২-৩ ফাইল (৪৫০ মিলি) সিরাপ টানা সেবন করে দেখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সবচেয়ে ভালো হয় নিম পাতা সেদ্ধ পানি দিয়ে প্রতিদিন গোসল করলে।কারন নিম পাতা চুল্কানিরোধক এবং আ্যন্টি ব্যাক্টেরিয়াল।এটি আপনার চ্ররম্রোগে সাহায্য করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ