একটা মেয়েকে আমি অনেক ভালবাসি, মেয়েটার সাথে বন্ধুত্ব সম্পর্ক, কিন্তু চলাফেরা প্রেমিক প্রেমিকার মত, আগে মেয়েটা আমকে কল করত এসএমএস করত, অনেক লং টাইম কথা বলত, রাত ০৩টার সময় ও কল দিয়ে কথা বলত, আমি অনেক কল করতাম, বার বার এসএমএমএস দিতাম, দেওয়ার পর তাকে আবার জিজ্ঞেস করতাম, আমি যে এত কল দেই তুমি কি বিরক্ত হও, মেয়েটা উল্টো রাগ করত যে, এমন কেন বলি আমি। যখন ও কোন কারনে কথা বলত না আমার অনেক কষ্ট হত, তাই কল করে তাকে কান্নাকাটি করতাম, আমার সাথে কথা বলার জন্য হাতে পায়ে দরতাম, ওকে রিকুয়েষ্ট করতাম আমার সাথে কথা বলার জন্য ওকে আমার কশটের কথা বলতাম, পরে মেয়েটা আবার কথা বলত, ঝগড়া হলে, আমি মেয়েটাকে বলতাম আমাকে ব্লক কর, কিন্তু মেয়েটা ব্লক করত না, বার বার বললে ও না ভুলেও না, ও আমাকে ব্লক করত না, কিন্তু আমি বলতাম। মেয়েটা আমার পাশের বাসার ছিল তাই প্রতিদিন দেখা হত কথা হত, জব করত জবে গেলে বলত, কিন্তু মেয়েটা যখন বাসা চেড়ে চলেগেলো তখন আর তেমন কথা বলে না, জিজ্ঞেস করলে বলে টাইম পায়না ব্যস্ত থাকে, বেশি কল দিলে বলে বিরক্ত হচ্ছে সে। আমি অনেক কষ্ট পাই তাই কল দিয়ে কান্নাকাটি করি, জিজ্ঞেস করি কিন্তু তার কোন আগ্রহ নাই,এক সময় বেশি কল দিলে ব্লক করে দেয়, আবার রিকোয়েস্ট করে কান্নাকাটি করে ব্লক ছুটাই, এখন ওর সাথে টু শব্দ করলে ব্লক মেরে দেয়, এক নাম্বারে ব্লক করছে, অনেক রিকুয়েষ্ট করছি, অনব্লক করে না, বলে আরেকটা নাম্বার থেকে কথা বলতে। আমি তার এসব ব্যবহার দেখে জিজ্ঞেস করতে গেলে ঝগড়া করে,যদিও আমি দোষ না করি তবুও সরি বলি অনেক রিকুয়েষ্ট করি কথা বলার জন্য, কিন্তু সেই এড়িয়ে চলে, এখন বলে আমার সাথে কথা বলে নাকি সে ভুল করেছে, আমার অনেক কষ্ট হয়, তার সাথে কথা না বললে, সে এমন কেন করছে? বাসা চেঞ্জ করে চলে যাওয়াতে এমন হচ্ছে। ভাই অনেক বুঝিয়েছি, রিকুয়েষ্ট করেছি, ভুলে করে অনেক ক্ষমাচেয়েছি, তাকে বলেছি তার পায়ের কাছে আমাকে একটুক জায়গা দিতে কিন্তু সেই ভাব কমে না তার। আমাকে না করে কল দিতাম না তবু দেই। আবার ভাল ব্যবহার করে, কিন্তু পরের দিন সেই এড়িয়ে যাওয়া, এখন কি করব আমি?
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

মেয়েটি তো বললো যে সে কাজে ব্যস্ত। আপনিও আপনার কাজে ব্যস্ত থাকুন। মনে রাখবেন মেয়েরা পরিশ্রমী লোকদের বেশি পছন্দ করে। যেকোনো মেয়েই চাইবে একজন পরিশ্রমী লোক তার জীবনের সঙ্গী হোক। ও হয়তো কাজে ব্যস্ত থাকে। একারণে আপনাকে এসব কথা বলেছে যাতে আপনি ওকে কাজের সময় disturb না করেন। ওর থেকে শুনে নেন যে ও আপনার সাথে কখন কখন কথা বলতে চায়। তার থেকে শুনে নির্দিষ্ট সময়ে তার সাথে কথা বলুন। আপনিও আপনার কাজে ব্যস্ত থাকুন। কখনোই বেশি আবেগে জড়িয়ে পড়বেন না। আপনাকে তা ধ্বংস ছাড়া আর কিছুই করবে না। আপনি ওর জন্য কান্নাকাটি করেন কেন? হয়তো আপনার কান্নাকাটি দেখে ও বিরক্ত হয়। কেননা হয়তো সে এখনো জীবন গঠন করতে পারে নি। নির্দিষ্ট সময়ে কথা বলে সমাধান করে নিন। জীবন গঠন করুন। সফলতা একদিন না একদিন আসবেই ইনশাআল্লাহ। ধন্যবাদ।    কিছু জানতে চাইলে মন্তব্য করুন। ‌

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ