Ronu

Call
Bissoy Answers উন্মুক্ত একটি সমাধানের প্লাটফর্ম। বিস্ময়ের নিয়ম শৃঙ্খলা সুষ্টু ভাবে পরিচালনা সাধারণ কিছু সদস্যের নিদৃষ্ট বিভাগে বিশেষজ্ঞ পদ প্রদান করা হয়।
  1. বিস্ময়ে পদোন্নতি করা হয় তার গুণ ও মানসিক বুদ্ধিসম্পন্নতা দেখে। যদি কোন ব্যাক্তি সঠিক ভাবে কার্যক্রম করতে পারেন না এবং কার্যক্রম করতে যদি ব্যার্থ হন তাহলে তাকে পদচ্যুত করা হয়। অধিকাংশ সদস্যের ক্ষেত্রে এরকম হয়ে থাকে।
  2. ক্ষমতার অপব্যবহার করলে বিভাগ বিশেষজ্ঞ পদ থেকে বাতিল করা হয়। এটি শুধু বিভাগের বিশেষজ্ঞ এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিস্ময়ের সকল বিশেষ সদস্যের ক্ষেত্রে।
  3. অনাকাঙ্ক্ষিত ভাবে সঠিক উত্তর, মন্তব্য লুক্কায়িত করা। বিস্ময়ে ভুল ও আপত্তিকর উত্তর, মন্তব্য, প্রশ্ন লুক্কায়িত করা হয়। কিন্তু সঠিক উত্তর, মন্তব্য, লুক্কায়িত করার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরফলে অনেক সদস্যকে পদচুত্য করা হয়।
  4. অন্য সদস্যের উপর আক্রোশ ও অসম্মানজনক কথাবার্তা ও বাজে ব্যবহার করার ফলে বিশেষজ্ঞ পদ বাতিল সহ ব্লক করা হতে পারে।
মনে রাখবেন, পদোন্নতি সম্পূর্ণ প্রসাশনের ইচ্ছা। প্রসাশন চাইলে যে কাউকে বিশেষ পদ প্রদান করতে পারে এছাড়া পদচ্যুত করতে পারে। এছাড়া পদচ্যুত করার আরো কিছু কারণ থাকতে পারে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ