আপনি স্কুলে পড়েন নাকি কলেজে সেটা বললে ভালো হতো  । আপনাকে আগে SSC তে বিজ্ঞান বিভাগ ভালো রেজাল্ট করতে হবে। তারপর কলেজে আবার বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে ।অবশ্যই জীববিজ্ঞান বিষয়টি আপনার থাকতে হবে। SSC & HSC যথাক্রমে কমপক্ষে জিপিএ-৪.৫০ করে দুইটি তে মোট জিপিএ- ৯.০০ থাকতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য।ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ