শেয়ার করুন বন্ধুর সাথে


ঈদের দিনের সুন্নত কাজ সমূহ -

1 .অতি প্রত্যুষে শয্যাত্যাগ করা।
2 .মিসওয়াক করা ও গোসল করা।
3 .নিজের সাধ্য অনুযায়ী উৎকৃষ্ট পোশাক পরিধান করা।
4. আতর ব্যাবহার করা।
5. সাধ্য পরিমাণ খাওয়া - দাওয়া ও ধুমধাম করা  ।
6. ঈদের নামাযে যেতে অযথা বিলম্ব না করা।
7. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু মিষ্টান্ন খাওয়া। ঈদুল আযহার নামাজের পূর্বে কিছু না খেয়ে নামাজের পর যথাসম্ভব পশু কুরবানী করা । কুরবানীর গোশত দ্বারা আহার করা ।
8. ঈদগাহে এক পথে একপথে যাওয়া আর ফিরবার সময় অন্য পথে আসা ।
9. অসুবিধা না থাকলে পায়ে হেটে ঈদগাহে যাওয়া।
10. ঈদগাহে গমনের পূর্বেই ছদকায়ে-ফিতর আদায় করা।
11. ঈদের নামায কোনো ময়দানে পড়া।
12.ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পথে নীরবে তাকবীর বলা আর ঈদুল আযহার দিন উচ্চস্বরে তাকবীর বলে। 

তথ্যসূত্র:ইসলামিক অ্যাপ ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ