সুখ ও শান্তি এই দুটোর মাঝে পার্থক্য কী? যুক্তিগত উওর চাই।
শেয়ার করুন বন্ধুর সাথে
সুখ ও শান্তি, বলতে পারেন একে অপরের যমজ l সুখের সম্পর্ক শরীরের সঙ্গে। শান্তির সম্পর্ক মনের সঙ্গে। স্বস্থির সম্পর্ক উভয়ের সঙ্গে। তাই সুখ, শান্তিতে থাকার চেয়ে বরং স্বস্তিতে থাকাই বেশি শ্রেয় l যেহেতু সুখ আর শান্তি একে অপরের পরিপূরক, এই দুইয়ের মাঝে নিবির সম্পর্ক রয়েছে l সুখ হচ্ছে ভোগের ফলাফল , আরে শান্তি হচ্ছে মনের পরিতৃপ্তি l তাই বলা যেতে পারে, যার সুখ আছে কিন্তু শান্তি নেই সেও অর্ধেক স্বস্তিতে আছে। যার সুখ এবং শান্তি দুটিই আছে সেই পূর্ণ স্বস্তিতে আছে। যার সুখ এবং শান্তি কোনোটিই নেই, তার কোনো স্বস্তি নেই। সুখ ও শান্তির ভোগ বাসনায় উন্মত্ত জীবগন সুখের আশায় ভূমন্ডলে নানাভাবে বিচরণ করছে। জগতে জীব মাত্রই সুখানুকাম্য বিলাসী, শান্তি প্রিয় আর স্বস্তির কাঙ্গাল l
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ