নিজের সম্পর্কে বলার কিছুই নেই, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। আমাকে ঘিরেই আমার বাবা মায়ের স্বপ্ন, তাদের একমাত্র ভরসা হলাম আমি।
যোগ্যতা ও হাইলাইট
এ
0–0
-
এ/তে - নিয়ে পড়াশুনা করছেন
2018-এ গ্র্যাজুয়েট করবেন আশা করা হচ্ছে
আমার জানা মতে একজন কনস্টেবল কে একটি জায়গায় পোস্টিং দেওয়া হয় , আর সেইখানের জেলের ভিতর যে সব লোক বন্দি থাকে তাদের দেখাশুনা করতে হয়। তাদের পাহাড়া দিতে হয়।
সেট কোড না লিখলে সমস্যা হতে পারে। কারণ সেট কোড যদি না থাকে তাহলে যে খাতা দেখবে সে কীভাবে বুঝবে যে এইটা কোন সেটের Mcq । তাই এইটার রেজাল্ট আসবে না। আপনি এখোন এই চিন্তা বাদ দেন। বাকি গুলো মন দিয়ে পরীক্ষা দিন। আর সৃষ্টিকর্তার উপর ভরসা করুন। যদি লেখে থাকেন তাহলে কোন সমস্যা হবে না। প্রার্থনা করি আপনার যেনো কোন সমস্যা না হয়।
কিছু কুসংস্কারের নাম : *পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খেতে নেই, এতে গোল্লা পেতে হবে। * রাতে চুল, নখ ইত্যাদি কাটতে নেই। * ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে। * রাত্রে কোন ময়লা পানি বাইরে ফেলা যাবে না ইত্যাদি ইত্যাদি।
আমার জন্ম নিবন্ধনে বয়সে ভুল দেওয়া আছে। আমি কি আমার এলাকার পরিষদ থেকেই ঠিক করাতে পারবো? না কি আমাকে জেলা পর্যন্ত যেতে হবে? আমি পরিষদে গেছিলাম, তারা বললো আমাদের এইখানে জন্মনিবন্ধ আর Certificate এর ফটো কবি জমা দিতে আর 100 টাকা দিতে। আর আমাকে নাকি কিছু দিন পরে জেলা কিংবা উপজেলা পর্যন্ত যেতে হবে। তো আমি জানতে চাইছিলাম যে আমার এলাকার পরিষদ থেকে ঠিক করা যায় কী না কোথাও না গিয়ে?
আমি মানবিক বিভাগের ছাত্র।আমি Intear 2 Year পড়ি। আমি সমাজকর্ম, ইতিহাস, পৌরনীতি, সংস্কৃত নিয়ে পড়ছি। এখোন আমি কী বিষয়ে নিয়ে অনার্স করলে ভাল হবে এবং ভবিষৎ ভাল কিছু হতে পারবো? অনেকে আমাকে বলে, মানবিক বিভাগে পড়ে ভাল কিছু আশা করা যায় না। এটা নিয়ে আমার খুব খারাপ লাগে।
আমার Certificate বয়স সাল দেওয়া আছে 15/10/2002 আর জন্ম নিবন্ধনে দেওয়া আছে 05/03/2007 এখোন আমি কি করবো? আমি কি কম্পিউটারের সাহায্যে ঠিক করতে পারবো? আমি বর্তমানে Intear 2 Year পড়ি। Plz Plz ... একটু বলুন কি করতে পারি?
আমি মানবিক বিভাগ থেকে সমাজকর্ম, ইতিহাস, পৌরনীতি , নিয়ে পড়ছি। ইচ্ছা ছিলো অর্থনীতি নিবো, কিন্তু ভুলবশত পৌরনীতি নিয়েছিলাম। এখোন আমি কি অনার্সে অর্থনীতি নিয়ে পড়তে পারবো কি? যদি পড়া যায়, তাহলে আমাকে কি করতে হবে? আমার অর্থনীতি বিষয়ে আগে কোন ধারণা নেই।
কথা বলতে গেলে কথা বেধে যায়। কারো সাথে কথা বলতে গেলে তোতলা কথা বের হয়। কারো সাথে কথা বলতে লজ্জা লাগে , Plz Plz Plz এর কোন সমাধান বা ঔষধ থাকলে একটু বলুন।