শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মাঝে মাঝে দুই বার হাঁচি অাসা এর কোন ইসলামিক ব্যাখ্যা নেই। হাঁচি! এটা স্বাভাবিক হতে পারে এক বা একের অধিক বার। তবে ঠান্ডা কিংবা সাধারণ সর্দি- কাশিতে হাঁচি দেয়া এটা ভিন্ন ব্যাপার। হাঁচি দেয়া খুবই স্বাভাবিক ব্যাপার। হাঁচি দিলে শারীরিক সুবিধা পাওয়া যায়। হাঁচির প্রাথমিক উদ্দেশ্য হলো নাকের (Mucosa) শ্লৈষ্মিক ঝিল্লী থেকে ধূলিকণা বা ক্ষতিকারক জীবানু বের করে দেওয়া। যদিও আমাদের কাছে এই ব্যাপার গুলো অনাকাংক্ষিত। ইসলাম বলে, কোনো হাঁচি দাতা "আলহামদুলিল্লাহ" বলতে শুনলে আপনি তার প্রতি উত্তরে বলুন "ইয়ারহামুকাল্লাহ" (বুখারিঃ ৬২২৪)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ