SBSurya

Call

প্রথমেই বলে রাখি আত্মহত্যা মহাপাপ , তাই আত্মহত্যা করবেন না । আপনাকে এখন নিজের উপর সংযত রাখতে হবে । নিজেকে অবহেলিত মনে করবেন না । আপনি ধৈয্য ধরুন ... আপনি আপনার জীবন সঙ্গী ঠিকই খুজে পাবেন তবে ধৈয্য রেখে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMMOBAROKBD

Call

আপনার কথা শুনে "অস্কার ওয়াইল্ড"এর একটি কথা মনে পড়ে গেলো-

জীবনের নিগূঢ় সত্যটি হচ্ছে, "কখনো এমন কোন আবেগকে প্রশ্রয় না দেওয়া যা অশোভন"!! 

আবেগের তাড়নায় কত বড় কথা বলে ফেললেন জানেন?

সঙ্গী না হওয়ায়,সঙ্গী না থাকায়,আত্মহত্যা!!! এসব ভীত ও কায়েরদের কথা,প্রকৃত পুরুষদের নয়৷ 

আপনি পৃথিবীকে ভালোভাবে জানলে জানতে পারবেন, শুধু মাত্র সঙ্গীর কারণেও হাজার হাজার নারী-পুরুষ জীবনে অতিষ্ঠ হয়ে গেছে৷ 

আপনার জীবনে সঙ্গী হয়নি এটা খারাপ দিক নয়,বরং খারাপ কোন সঙ্গী আপনার জীবনে আসেনি এখনো এটা আপনার জন্য শ্রেয়,ভালো দিক!

মন দিয়ে ভালোবাসুন,অবশ্যই মনের মতো কাওকে পাবেন৷ 

আর আত্মহত্যা!!! জগন্য ধরনের অপরাধ, ও কাপুরুষের কাজ৷এবং বড় গোনাহের৷ 

আত্মহত্যা মানে নিজকে নিজে ধ্বংস করা। নিজ আত্মাকে চরম কষ্ট ও যন্ত্রণা দেয়া। নিজ হাতে নিজের জীবনের যাবতীয় কর্মকাণ্ডের পরিসমাপ্তি ঘটানো। আমাদের বাংলাদেশে অনেক নারী-পুরুষ বিশেষত যুবতী ভাই-বোনেরা জীবন সংগ্রামের পরিবর্তে জীবন থেকে পালিয়ে যাবার জন্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। তুচ্ছ পারিবারিক কলহ, বিদ্যালয়ের গমনাগন পথে বখাটেদের উৎপাত, ভালোবাসায় ব্যর্থতা ও প্রতারণা ইত্যাদিকে কেন্দ্র করে তরুণীরা এবং স্বামীর নির্যাতন-অত্যাচার, যৌতুক সমস্যা, স্বামীর অর্থনৈতিক অক্ষমতা, পারিবারিক অশান্তি থেকে বাঁচার পথ হিসেবে অনেক মহিলা আত্মহত্যাকে বেছে নিচ্ছে। এসবই বড় ভুল, এসব সমস্যা সব দেশে, সব জাতিতে আছে।

আত্মহত্যা এসবের কোনো সুষ্ঠু সমাধান বা সঠিক প্রতিকার নয়।

ইসলামে আত্মহত্যাকে মহাপাপ বলে গণ্য করা হয়েছে। এ কাজ থেকে বিরত থাকতে মহান আল্লাহ বিশেষভাবে নির্দেশ দান করেছেন এবং এর পরিণামের কথা ভাববার জন্য কঠোর ও যন্ত্রণাদায়ক শাস্তির বর্ণনা দিয়ে মহা পবিত্র আল কুরআনে আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ রাববুল আলামীন বলেন: ‘আর তোমরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। এবং যে কেউ জুলুম করে, অন্যায়ভাবে তা (আত্মহত্যা) করবে, অবশ্যই আমি তাকে অগ্নিদগ্ধ করবো, আল্লাহর পক্ষে তা  সহজসাধ্য।’ [সূরা আন-নিসা, আয়াত : ২৯-৩০]

সুতরাং --ভাবনার দরজা খুলে চিন্তা করুন!এসব খারাপ চিন্তা ঝেড়ে ফেলুন৷ ভালো থাকুন!!আল্লাহ আপনার সহায় হোন!!(আমিন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ