একটি ছাত্রাবাসে 100 জনের 20 দিনের  খাদ্য মজুদ আছে।

ক) ঐ পরিমান খাদ্যে 1 জনের কতদিন চলবে?

খ) ঐ পরিমান খাদ্যে 50 জনের কতদিন চলবে?

গ) ছাত্রাবাসে 29 জন ছাত্র আসলে ঐ  খাদ্যে কতদিন চলবে?


শেয়ার করুন বন্ধুর সাথে

Call

ক) ২০০০ দিন। খ) ৪০ দিন। গ) ৪০.৮২ দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ক) দেওয়া আছে,  ১০০ জন ছাত্রের চলে ২০ দিন ১ জন ছাত্রের চলে (২০×১০০) দিন। = ২০০০ দিন। খ)  'ক' হতে পাই, ১ জন ছাত্রের চলে ২০০০ দিন ৫০ জন ছাত্রের চলে (২০০০/৫০) দিন = ৪০ দিন। গ)আগে ছাত্র ছিল ২০ জন। ২৯ জন নতুন আসলে হবে= (১০০+২৯)=১২৯ জন। প্রশ্নমতে,  ১ জন ছাত্রের চলে ২০০০ দিন ১২৯ জন ছাত্রের চলে =(২০০০/১২৯) দিন। = ১৫.৫ দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ