শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

মুখে রুচি নাই গায়ে জ্বর এসব শারীরিক  দুর্বলতা  বা ভিটামিন  আয়রনের অভাবে হতে পারে। গায়ে জ্বর ভাইরাস জনিত কারনে হয়ে থাকে।  আপনি চিকিৎসক  এর পরামর্শ  নিয়ে ব্লাড টেস্ট করান, ওনাকে প্রতিদিন সকালে খালিপেটে ইসুবগুলের ভুষির শর্বত খাওয়াবেন। তেলেভাজা খাবার, বাশি খাবার,বাজারে খোলা খাবার,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার এসব পরিহার করতে হবে ।  সম্ভবত  মানুসিক দুশ্চিন্তা , শারীরিক দুর্বলতা ,আয়রনের অভাব, পিরিয়ড  এর সমস্যার কারনেও উক্ত সমস্যা প্রভাব ফেলতে পারে কাজেই গাইনি চিকিৎসক  এর পরামর্শ  নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জ্বর আজকে কয়দিন ধোরে?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ