শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ডিপ্রেশনের সৃষ্টির কারণ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে অনেকের ক্ষেত্রে কমন কিছু কারণ রয়েছে যা থেকে ডিপ্রেশনের সৃষ্টি হয়। এগুলো হলো- অপমানবোধ, একাকীত্ব, নিরাপত্তাহীনতা, বংশগত কারণ, জীবনে বড় ধরণের পরিবর্তন, মৃত্যুশোক, বড় কোন রোগের পার্শ্বপ্রতিক্রিয়া, ঔষধের প্রভাব ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ডিপ্রেশন কী কারণে হয়, এটা নির্দিষ্ট করে বলা অসম্ভব বললেই চলে৷ তবে সাধারণ ভাবে যাচাই করতে গেলে যেসব কারণে ডিপ্রেশন হয়ঃ

১। অসুখী বিবাহ।
২। কর্মস্থলের সমস্যা।
৩। বাসস্থানের সমস্যা।
৪। একাকিত্ব 
৫। মনে অশান্তি, কষ্ট, মন খালি খালি লাগা ও দুশ্চিন্তাবোধ।
৬। নেতিবাচক মনোভাব, সব কিছুতে হতাশা ও নিজের কোনো ভবিষ্যৎ নেই ভাবা।
৭। উৎসাহহীনতা।
৮। আনন্দদায়ক কাজে আনন্দ না থাকা। 
৯। নিজেকে অপরাধী ভাবা।
১০। কাজকর্মে, চলাফেরায় ধীর হয়ে যাওয়া।
১১। মৃত্যুর চিন্তাভাবনা, আত্মহত্যার চিন্তাভাবনা (এমনকি অনেকে এ রোগে আত্মহত্যাও করে বসে)।
১২। মনোযোগহীনতা, বিরক্তি ভাব।
১৩। আত্মবিশ্বাসের অভাব।
১৪। স্মরণ শক্তির সমস্যা।
১৫। সিদ্ধান্তহীনতায় ভোগা।
১৬। শরীর ও মাথাব্যথা।
১৭। ঘুমের সমস্যা।
১৮। খাওয়ায় অরুচি।
১৯। সামাজিক অব-ক্ষয়।
২০। সেক্স সম্বন্ধে উৎসাহ কমে যাওয়া —ইত্যাদি।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ