শেয়ার করুন বন্ধুর সাথে
me

Call

আপনার প্রশ্নেের  জবাব: উপকৃত হলে দোয়ার প্রথী=>

=>>  টিসু দ্বারা পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন হলে টিসু ব্যবহার করার পর পানি ব্যবহার করা জরুরী নয়। তবে প্রথমে ঢিলা বা টিসু ব্যবহার করে এরপর পানি ব্যবহার করা উত্তম।। কেউ যদি টিসু ব্যবহার করার পর পানি ব্যবহার না করে তাহলে তার কোন গুনাহ হবে না। (ফাতহুল কাদীর ১/১৮৯)

উল্লেখ্য, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করাকে পছন্দ করে তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, وفيه رجال يحبون ان يتطهروا والله يحب المطهرين সেখানে রয়েছে এমন লোক, যারা পবিত্রতাকে ভালবাসে। আর আল্লাহ পবিত্র লোকদের ভালবাসেন। (সূরা তাওবা: ১০৮)

কাযী ইয়ায রহ. বলেন-

إن الاستنجاء بالماء أفضل من الاقتصار على الأحجار، وهو مذهب الأنصار، وبه أثنى الله عليهم بالطهارة وأنه يحب المتطهرين.

শুধু ঢিলা ব্যবহারে সীমাবদ্ধ না থেকে ঢিলার পর পানি ব্যবহার করা উত্তম। এটাই আনসারী সাহাবীগণের মাযহাব। আর এ কারণেই আল্লাহ তাআলা কুবাবাসীর প্রশংসা করেছেন এবং বলেছেন, তিনি অধিকতর পবিত্রতা অর্জনকারীর লোকদের পসন্দ করেন। (ইকমালুল মু‘লিম ২/৭৮)

সৌদি আরবের প্রসিদ্ধ আলেম মসজিদে নববীর ওয়ায়েয শায়খ আবু বকর জাবের জাযায়েরী রহ. বলেন,

كانوا يجمعون في الاستنجاء بين الحجارة والماء. فأثنى الله تعالى عليهم بذلك.

কুবাবাসীগণ ঢিলা ও পানি উভয়টা দ্বারা ইস্তিঞ্জা করতেন। তাই আল্লাহ তাদের প্রশংসা করেছেন। (আইসারুত তাফাসীর ১/৭০৬)

সুতরাং ঢিলা/টিসু এবং পানি; উভয়টাই ব্যবহার করা উচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Talha2003

Call

পানিই যথেষ্ট । তবে টিস্যু ব্যবহার  করলে ভাল হয়  । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইস্তেঞ্জা করতে প্রথমে টিস্যু ব্যবহার করে তারপর পানি ব্যাবহার করবেন এটা উত্তম পদ্ধতি। ইস্তেঞ্জার পরে নাপাকী দুইভাবে দূর করা যেতে পারেঃ (১) পানি দ্বারা। (২) ঢিলা-কুলুখ অথবা টিস্যু দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ যে ইস্তেঞ্জা করে সে যেন বেজোড় সংখ্যক ঢিলা-কুলুখ ব্যবহার করে। (সহীহ বুখারীঃ হাদিস নম্বরঃ ১৬২ হাদিসের মানঃ সহিহ)। ইস্তেঞ্জা করতে ঢিলা-কুলুখ ব্যবহার করা সুন্নাত। আর ঢিলা কুলুখ নেওয়ার পর পানি ব্যহহার করা উত্তম। তবে কেউ যদি ইস্তেঞ্জা করতে শুধু পানিই ব্যবহার করে এটাই তার জন্য যথেষ্ট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ