শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যে সব গুনাহ কবিরা বা বড় গুনাহ নয় সেগুলোকেই সগীরা বা ছোট গুনাহ বলা হয়। সগীরা বা ছোট পাপ বলা হয় ঐ পাপকে যা দুনিয়ার দণ্ড ও আখিরাতে দণ্ড অবধারিত হয় এমন পাপ থেকে নিম্ন পর্যায়ের। আল্লাহ তায়ালা বলেছেন: তোমদেরকে যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা কবীরা গুনাহ তা থেকে বিরত থাকলে আমি তোমাদের ছোট পাপগুলো ক্ষমা করব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাব। (সূরা নিসাঃ ৩১) সগীরা বা ছোট গুনাহের কতিপয় উদাহরণঃ নামাযরত অবস্থায় এদিক ওদিকে দৃষ্টিপাত করা। নামায অবস্থায় কাপড়, দাড়ি, বা শরীরের কোন অঙ্গ নিয়ে খেলা করা। কোন ব্যক্তির পক্ষ থেকে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাবের উপর তার চূড়ান্ত সিদ্ধান্তের আগে অন্যজন প্রস্তাব করা। বেচাকেনার ক্ষেত্রে কেউ দরদাম করছে এমতাবস্থায় তার শেষ হওয়ার আগে আরেকজন এসে দরদাম শুরু করা। কোন পর নারীর দিকে দৃষ্টিপাত করা। স্ত্রীকে এক বৈঠকে একাধিক তালাক দেয়া। ঋতু চলাকালীন সময়ে তালাক দেয়া। অতিরিক্ত ঝগড়া-ঝাটি করা। খোলা স্থানে কিবলার দিকে মুখ করে বা কেবলাকে পেছনে করে পেশাব-পায়খানা করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ