Rubidium

Call

জারণ ও বিজারণ শুধু ধাতুর সাথে অধাতুর ঘটে।আবার একই মৌলের মধ্যে ঘটেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রশ্নটি স্পষ্ট নয়। একই মৌলের ভেতর জারন বিজারন হতে পারে যদি তাদের অক্সাইড ব্যবহার করা হয়। যেমন  pb3O4 + H2SO4 এর দ্রবনে তড়িত বিশ্লেষনে যদি দুটোই তড়িতদ্বার pb ব্যবহার করা হয়।  প্রথমে এসিডের সাথে বিক্রিয়ায় জারিত হয়ে পানি ও PbSO4, H2O এবং  O- সৃষ্টি করে যা নেগেটিভ পাতের Pb কে জারিত করে PbO2 তৈরি করে। এর পর এতে তড়িত বিশ্লেষণ চালালে পানি থেকে H আয়ন এসে সালফেটের সাথে মিলিত হয়ে H2SO4 তৈরি করে কারন স্বক্রিয়তা সিরিজে লেডের অবস্থান হাইড্রোজেনের নিচে এবং সালফেট আয়ন ভাংগে না। ফলে নেগেটিভ পাতে OH- ভেংগে যায়। এতে দুটো অতিরিক্ত ইলেক্ট্রন সৃষ্টি করে যা Pb+ বিজারিত করে লেড ধাতুতে পরিনত করে। এর ফলেই ব্যাটারির চার্জ প্রক্রিয়া সম্পর্ন হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ