আপনার পয়েন্ট যখন 600 হবে তখন আপনি  বিস্ময়ে যেকোনো প্রশ্ন বন্ধ করার সুবিধাটি পাবেন ।

তখন যদি বিস্ময়ে একই ধরনের দুইটি প্রশ্ন দেখতে পান তাহলে প্রথমে করা প্রশ্নের ইউআরএল লিংক কপি করে পরে করা প্রশ্নটিতে "বন্ধ করুন" এ ক্লিক করে প্রশ্নটি বন্ধ করার কারন বক্সে লিংটি পেস্ট করে "প্রশ্নটি বন্ধ করুন" এ ক্লিক করলে প্রশ্নটি বন্ধ হয়ে যাবে ।


আপনার পয়েন্ট যখন 600 হবে তখন আপনি প্রশ্ন বন্ধ করার ক্ষমতাটি পাবেন ।

(অবশ্যই বিস্ময়ের নীতিমালা মেনে পয়েন্ট অর্জন করতে হবে, অন্যথায় বিস্ময় প্রশাসন যেকোনো সদস্যের ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে। )

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রশ্ন বন্ধ করার ক্ষমতা বিস্ময় অ্যানসারস আপনাকে এখনও প্রদান করেন নি। তাই এটা আপনি পারবেন না। এই ক্ষমতা যাকে প্রদান করা হয়েছে শুধু তারাই পারবে। তবে আপনি "ডুপ্লিকেট প্রশ্ন" লিখে সতর্ক করতে পারেন, এতে প্রসাশকদের চোখে পড়লে তারা বন্ধ করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ