আমি ২০১৩-১৪ সেশনের একটা সরকারি পলিটেকনিক এর ছাত্র ছিলাম। আমার ডিপ্লোমার রেজাল্ট ২.৯৩. আমি ৩মাসের একটা ট্রেনিং করি একটা ট্রেনিং সেন্টার থেকে।  আমি কিছু দিন CNC Machine এর কাজ শিখে একটা মোল্ড কম্পানিতে চাকরি করি, তারপর একটা কুটির শিল্প প্রতিষ্ঠানে ওই মেকানিক্যাল সেক্টরেই চাকরি করি।  সব কিছু বিবেচনা করে দেখি যে আমি যে মেকানিক্যাল এর কাজ শিখেছি হয়তো ওইটুকু নতুন কিছু শিখতে পেরেছি। তা ছাা কিছুই ইমপ্রুভ হচ্ছে না আমার। আমার পরিবার খুব স্বচ্ছল না। তার ওপর কিছু সমস্যার জন্য  বেসরকারি ভাবে আমায় Bsc পড়াতে পারছে না। আমি কিছুটা কর্মঠ এবং কাজের মধ্যে থাকা পছন্দ করি। আমার মনে হচ্ছে আমি যা করতেছি তা আমার ক্যারিয়ার এর জন্য পুরোপুরি সঠিক হচ্ছে না।  আমার প্রধান কথা টা সকল ভাই / বোন দের কাছে আমি এখন একটা ভাল চাকরি করতে চাই হোক সরকারি বা বেসরকারি।  সময় নিয়ে নিজেকে প্রস্তুত করতে চাই। তাই যদি আপনারা বলে দিতেন ইলেকট্রিক্যাল এর কোন কোন বিষয় এবং সাধারন বিষয় কি কি আর কোন বই গুলো পড়লে নিজেকে প্রস্তুত করতে পারবো একটা ভাল চাকরির জন্য।  দয়া করে আমায় বলে দেন। খুব বিপদে আছি।  আপনাদের নিকট আকুল আবেদন একটা রাস্তা দেখিয়ে দিন আমায়। ধন্যবাদ
Share with your friends
Shisir

Call
আপনি প্রফেসর'স প্রকাশনীর ডাইজেস্ট বইটা পড়বেন । চাকরির প্রস্তুতির জন্য এই একটা বই ই যথেষ্ট । আর আপনি কোনো একটা কর্মে ঢুকে বিএসসি ভর্তি হয়ে যান । তাহলেই জীবনে কিছু একটা করতে পারবেন ।
Talk Doctor Online in Bissoy App