bipro69

bipro69

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

bipro69

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 24.87k বার দেখা হয়েছে | এই মাসে 24.87k বার
10 টি প্রশ্ন দেখা হয়েছে 7.12k বার
16 টি উত্তর দেখা হয়েছে 17.75k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

ছেলেদের ফেসওয়াশ নিয়ে প্রশ্ন?

স্বাভাবিক,শুষ্ক ও তৈলাক্ত ত্বকে কোন কোন ফেসওয়াশ ব্যবহার করা যায়? সেসবের নাম, কার্যকারিতা,পার্শ্বপ্রতিক্রিয়া, এবং দাম কত ইত্যাদি বিস্তারিত জানতে চাই। 0 likes | 2916 views

ক্যারিয়ার নিয়ে বড় চিন্তায় আছি,Electeical Engineer ভাইয়েরা একটু হেল্প করেন?

আমি ২০১৩-১৪ সেশনের একটা সরকারি পলিটেকনিক এর ছাত্র ছিলাম। আমার ডিপ্লোমার রেজাল্ট ২.৯৩. আমি ৩মাসের একটা ট্রেনিং করি একটা ট্রেনিং সেন্টার থেকে।  আমি কিছু দিন CNC Machine এর কাজ শিখে একটা মোল্ড কম্পানিতে চাকরি করি, তারপর একটা কুটির শিল্প প্রতিষ্ঠানে ওই মেকানিক্যাল সেক্টরেই চাকরি করি।  সব কিছু বিবেচনা করে দেখি যে আমি যে মেকানিক্যাল এর কাজ শিখেছি হয়তো ওইটুকু নতুন কিছু শিখতে পেরেছি। তা ছাা কিছুই ইমপ্রুভ হচ্ছে না আমার। আমার পরিবার খুব স্বচ্ছল না। তার ওপর কিছু সমস্যার জন্য  বেসরকারি ভাবে আমায় Bsc পড়াতে পারছে না। আমি কিছুটা কর্মঠ এবং কাজের মধ্যে থাকা পছন্দ করি। আমার মনে হচ্ছে আমি যা করতেছি তা আমার ক্যারিয়ার এর জন্য পুরোপুরি সঠিক হচ্ছে না।  আমার প্রধান কথা টা সকল ভাই / বোন দের কাছে আমি এখন একটা ভাল চাকরি করতে চাই হোক সরকারি বা বেসরকারি।  সময় নিয়ে নিজেকে প্রস্তুত করতে চাই। তাই যদি আপনারা বলে দিতেন ইলেকট্রিক্যাল এর কোন কোন বিষয় এবং সাধারন বিষয় কি কি আর কোন বই গুলো পড়লে নিজেকে প্রস্তুত করতে পারবো একটা ভাল চাকরির জন্য।  দয়া করে আমায় বলে দেন। খুব বিপদে আছি।  আপনাদের নিকট আকুল আবেদন একটা রাস্তা দেখিয়ে দিন আমায়। ধন্যবাদ 0 likes | 2551 views

ওয়েলন্ডিং কত প্রকার?

0 likes | 2582 views

কোন apps, wifi বা mobile ডাটা কোনটা ব্যাবহার করবে আর করবে না সেটা কিভাবে সিলেক্ট করবো?

কোন apps, wifi বা mobile ডাটা কোনটা ব্যাবহার করবে আর করবে না সেটা কিভাবে সিলেক্ট করবো? আগে রুটেড ফোনের একটা apps ছিলো কি যেন নাম। ভুলে গেছি।  আনরুটেড এর জন্য সেই এপস টার নাম কি। যেটা দিয়ে আমি মোবাইল ডাটা বা wifi ব্যাবহার ব্লেক করতে পারবো? 0 likes | 2908 views

কাকে সরকারের স্তম্ভ বলা হয়?

0 likes | 2108 views

দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি, কি করবো?

আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি।  আমার প্রতি মাসে ১৫ দিন নাইট ডিউটি থাকে। একেই আমার শরির চিকন দুইয়ে ১২ ঘন্টা ডিউটি রাত ৯টা থেকে সকাল ৯টা, বা সকাল থেকে রাতে। আমার সমস্যা হল আমি কাজ ঠিকই করি তবে খাওয়া দাওয়া ঠিক মত হয় না। রাতে ১১ টাই খাই, আর প্রতিদিনই ৩-৪টার দিকে ঘুমাই খুবই খুদা নিয়ে রাতে ঘুমাই। আমার শরির দিন দিন দূর্বল হয়ে যাচ্ছে।  কি করবো আমি স্বাস্থ ঠিক রাখতে?  0 likes | 3046 views

ডোন্ট মাউন্ট ডাটা?

Android encryption unsuccessful. Twrp দিয়ে ফরমেট দিতে গেলে বলে Don't mount data. অনেক কিছু করছি। কিছু হেল্প করেন। 0 likes | 1739 views

কি দিয়ে শুরু করবো আর্ট শিখানো?

আমি মোটামুটি ভালই ড্রইং পারি। অনেক আগে শিখেছি তবে জানি এখনকার যুগের ক্লাসের সিসটেম আলাদা। 

এখন আমি কিছু ড্রইং এর জন্য ছাত্র পেয়েছি ছোট ছোট। 

ওদের আমি কি দিয়ে শুরু করবো আর কি কি শিখাবো? 

হয়তো আমি যা শিখাবো তাতে সে তার প্রতিভা নাও তুলে ধরতে পারে।

তাই কি কি শিখালে যেন ওদের ড্রইং এর প্রতিভা বিকাশিত হয় সেটা বলুন।

বললে খুব উপকার হতো।

0 likes | 1658 views

জানাবেন তাড়াতাড়ি?

যদি বিস্ময় অ্যানসারের কারো সদস্য পদ সাময়িক ভাবে বন্ধ করা হয় তাহলে কী করলে পুনরায় ক্ষমতা ফিরে পাবে বা তাকে বন্ধ করার কয়দিন পর তার ক্ষমতা ফিরে দেওয়া হয়? 0 likes | 2600 views

কিছু পেইড ভার্সন এপলিক্যাসন গুগল প্লে স্টোর থেকে লাইসেন্স চায় কিভাবে লাইসেন্স দিব দয়া করে বলুন?

0 likes | 2812 views