কোন apps, wifi বা mobile ডাটা কোনটা ব্যাবহার করবে আর করবে না সেটা কিভাবে সিলেক্ট করবো? আগে রুটেড ফোনের একটা apps ছিলো কি যেন নাম। ভুলে গেছি।  আনরুটেড এর জন্য সেই এপস টার নাম কি। যেটা দিয়ে আমি মোবাইল ডাটা বা wifi ব্যাবহার ব্লেক করতে পারবো?
Share with your friends
Call

এজন্য সাধারণত অ্যান্ড্রয়েড মোবাইলে Phone manager নামে একটি ডিফল্ট অ্যাপ ইন্সটল করা থাকে। আপনি উক্ত অ্যাপের Traffic manager অপশন থেকে Networked apps নামে অপশনে গিয়ে যেকোনো অ্যাপের ডাটা অন-অফ করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App