আমি রাউটারে ব্রডব্যান্ড সংযোগ নিয়েছি।

রাউটর থেকে ল্যাপটপে wifi এর মাধ্যেমে নেট ব্যাবহারের জন্য কি করতে হবে??

আর ল্যাপটপের পেছনে কি কোন wifi card বা chip লাগাতে হয়? 

কিছুই বুঝতে পারছি না।


Share with your friends
SojeebHasan

Call

#রাউটর থেকে ল্যাপটপে wifi এর মাধ্যেমে নেট ব্যাবহারের জন্য :

  • Laptop  এর নিচে Taskbar এ ‍Clock এর সাথে Network/Monitor ICon আছে ওই স্থান ক্লিক করলে  ওই পাশেই কালো একটা Window আসবে সেখানে Network Setting লিখা আছে তার নিচে Wifi লিখা বাটন আছে এইটাতে ক্লিক করলে Laptop এর Wifi On হবে। তারপর উপরেই আপনার Router এর নাম দেখাবে তাতে ক্লিক করেলে Connect লেখাতে ক্লিক করে আপনার Router এর Password দিন। ওকে দিন. (টিক দেওয়ার জায়গায় টিক দিন।) ব্যস। হয়ে যাবে Connect.

#ল্যাপটপের পেছনে কি কোন wifi card বা chip লাগাতে হয়? 

Answer: No

Talk Doctor Online in Bissoy App
Call

না কোনো চিপ লাগাতে হবে না।আপনি যদি উইন্ডোজ ১০ বা ৭ ব্যাবহার করেন তাহলে ওয়াইফাই এর অপশন নেটওয়ার্ক সেটিং এ আর অন্য হলে আইদারনেট এর মাধ্যমে চালাতে পারবে।যারা ব্রডব্রেন্ট কানেকশন দেয় তাদের বলুন তারা সংযোগ করে দিবে।আইদারনেট মানে কেবল এর সাহায্যে আপনার ল্যাপটপে নেট কানেকশন দিবে।

Talk Doctor Online in Bissoy App