আমার বাসার পারের বাসাতে wifi আছে সেখান থেকে আমার কম্পিউটারে কানেকশন নিব কিভাবে ?
Share with your friends
Unknown

Call

সেয়ারিট ডাউনলোড করুন(অবশ্যই দুই কম্পিউটারে থাকতে হবে)। এরপর "কানেক্ট টু পিসি"তে ক্লিক করুন।ব্যাস।

Talk Doctor Online in Bissoy App

ওয়াইফাই এর নির্দিষ্ট রেঞ্জ থাকে। এক বিল্ডিং এর সাথে অন্য বিল্ডিং এর কানেকশান পায় না সাধারনত। কিন্তু যদি একদম গা ঘেঁষা-ঘেঁষি হয় তাহলে কানেক্ট করা যাবে। সেই ক্ষেত্রে আপনার পিসির টাস্ক বারে, কম্পিউটার আইকনে চাপুন অথবা কন্ট্রোল পানেলে গিয়ে "নেটওয়ার্ক ও ইন্টারনেট" সেটিং এ যান। সেখানে "ওয়াইফাই " বাটনে চাপুন। ওয়াই-ফাই অন হয়ে গেলে নিচে আপনার নিকটবর্তী কানেকশান গুলা শো করবে। তারপর নরমাল ভাবে কানেক্ট করলেই হবে। যদি এই অপসান গুলা না আসে তবে আপনার পিসি অথবা পিসির অপারেটিং সিস্টেম ওয়াই ফাই চালানোর জন্য সক্ষম না। উইন্ডোজ ৭ ব্যাবহার করে থাকলে "নেটওয়ার্ক ও ইন্টারনেট"  এ গিয়ে "ওয়াই ফাই" সার্চ করলেই অপসান টা চলে আসবে। 

Talk Doctor Online in Bissoy App