শেয়ার করুন বন্ধুর সাথে
HMMOBAROKBD

Call

হুজুর আকরাম (সা.)-এর কয়জন সন্তান ছিলেন, সে সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। সর্বসম্মত অভিমত হল তাঁর সন্তানের সংখ্যা ছিল ৬ জন। তন্মধ্যে পুত্র সন্তান ছিলেন হযরত ইব্রাহীম ও হযরত কাসেম এবং কন্যা সন্তান ছিলেন হযরত ফাতেমা, হযরত যয়নব, হযরত রোকাইয়া ও হযরত উম্মে কুলসুম। ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে তৈয়ব এবং তাহের নামে আরও দুইজন পুত্র সন্তান জন্মলাভ করেছিলেন। এ হিসেবে পুত্রের সংখ্যা ছিল চারজন এবং কন্যার সংখ্যাও চারজন মিলে মোটে আটজন। তবে সমস্ত বর্ণনাকারীই এ ব্যাপারে একমত যে, কন্যার সংখ্যা ছিল মোট চারজন। এরমধ্যে হযরত কাসেম ও কন্যা চারজন হযরত খাদিজা (রা.)-এর গর্ভে এবং হযরত ইবরাহীম হযরত মারিয়া কিবতিয়ার গর্ভে জন্মলাভ করেছিলেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ