শেয়ার করুন বন্ধুর সাথে
HMMOBAROKBD

Call

হ্যা!সহিহ হাদিস মানে এটাই  'সহিহ হাদিস’-র পারিভাষিক সংজ্ঞা প্রসঙ্গে হাফিজ ইবনে হাজার আসকালানী বলেন : هو ما نقله العدل تام الضبط متصل السند غيرمعلل ولا شاذ . “যে হাদিস মুত্তাসিল সনদ তথা অবিচ্ছিন্ন সনদ পরম্পরায় বর্ণিত হয়, রাবী বা বর্ণনাকারী আদিল ও পূর্ণ আয়ত্বশক্তির অধিকারী হয়, এবং সনদটি শায কিংবা মুআল্লাল নয়; এমন হাদিস কে সহিহ বলে। উল্লেখ্য হাদিসে লক্ষ্য করলে বুঝতে পারবেন,এখানে সর্বপ্রথম বলা হলো,সহিহ হাদিস"বলা হয় এমন হাদিস কে যা অবিচ্ছেদ্য সনদ পরস্পরায় বর্ণিত,মানে হযরত মুহাম্মদ সাঃ থেকে এই হাদিসের রাবী পর্যন্ত অবিচ্ছেদ্য ভাবে বর্ণনার দ্বারাবাহিকতা থাকতে হবে৷              

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ