শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রশ্নটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। তারপরও আমি সাধ্যমত চেষ্টা করছি উত্তর দেবার - কোন ধরণের একাউন্টে টাকা জমা রাখলেন তার ওপর নির্ভর করছে। যদি আপনার ব্যক্তি নামে কোন সঞ্জয়ী (Savings) বা চলতি (Current) একাউন্ট থাকে তাহলে আপনি টাকা জমা দেবার পর আপনার কাছে তার রিসিট থাকবে। ব্যাংক নিজের অংশ রেখে দিয়ে আপনাকে Customer Copy দিবে। আর এ ধরণের একাউন্টে চেক বই থাকবে। সেখানে আপনার হিসাব নম্বর উল্লেখ থাকবে। একাউন্টে কত টাকা রাখলেন বা তুললেন সেটা জানার জন্য আপনি ব্যাংক থেকে Account এর Statement নিতে পারবেন। কাজেই দুই ভাবে আপনার কাছে প্রমাণ থাকবে। এক হল আপনার জমা রিসিট আর অপরটি হল আপনার একাউন্ট স্টেটমেন্ট। আরেকটা উপায় হতে পারে SMS Banking. এখন বেশিরভাগ ব্যাংকেই এই সুবিধা আছে। লেনদেন করা মাত্রই আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে সেটা আপনাকে জানিয়ে দেয়া হবে। টাকা জমা বা উত্তোলন করার পর আপনার নম্বরে মেসেজ চলে আসবে। আর আপনি যদি টাকা Fixed করে রেখে দেন যেমন ধরুন FDR, সেক্ষেত্রেও আপনাকে একটা রিসিট দেয়া হবে। যেটা প্রমাণ করবে আপনি ব্যাংকে টাকা রেখেছেন। কতদিন মেয়াদী, কত টাকা, ইন্টারেস্ট কত ইত্যাদি সব সেই রিসিটে পরিষ্কার ভাবে উল্লেখ থাকবে। আরেকটা ধরণে টাকা রাখা যায় সেটা হল মাসিক আমানত হিসাব। যেটা বিভিন্ন নামে পরিচিত। তবে সাধারণ মানুষ DPS নামেই বেশি চিনে থাকে। ডিপিএস করলেও আপনি আপনার জমা রিসিটের কপি পাবেন। ব্যাংকে যেভাবেই টাকা রেখে থাকেন না কেন আপনি রিসিট পাবেন। আর বিশেষ কোন কারণে রিসিট না পেলে বা হাড়িয়ে গেলেও আপনার একাউন্ট স্টেটমেন্ট থেকে আপনি দেখে নিতে পারবেন বা প্রমাণ করতে পারবেন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ