সঠিক উত্তর আশা করছি
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শিরক দুই প্রকারঃ ১। শিরকে আকবর (বড় শিরক)। ২। শিরকে আসগার (ছোট শিরক) ১। শিরকে আকবরঃ সরাসরি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা। যেমন, কাউকে ইবাদতমূলক আহ্বান করা। আল্লাহ ব্যতীত অন্যের নামে পশু জবাই বা কোরবানি করা, কল্যাণ ও অকল্যাণের মালিক জানা ও মানা। ২। শিরকে আসগারঃ শিরকে আকবর নয় এমন যেসব কর্মকে শরিয়তে সুস্পষ্ট প্রমাণ দ্বারা শিরক বলে আখ্যায়িত করা হয়েছে সেগুলোই শিরকে আসগার। শিরকে আসগর হলো এমন সব কথা বা কাজ বাহ্যিকভাবে গাইরুল্লাহকে আল্লাহ তায়ালার সঙ্গে সমান করে নেওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ