Mridul33

Call

চার প্রকার: ১- সহীহ হাদীস ২- হাসান হাদীস ৩- জঈফ(দূর্বল) হাদীস ৪- জাল(বানোয়াট) হাদীস

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রাথমিক পর্যায়ে হাদিস মোট তিন প্রকার। আর তাহলোঃ

  1. সহীহ
  2. হাসান
  3. জঈফ।

সহীহঃ যে মুত্তাসিল হাদিসের সনদে উল্লেখিত প্রত্যেক বর্ণনাকারীই পূর্ণ আদালত ও জাবতা-গুণসম্পন্ন এবং হাদিসটি যাবতীয় দোষত্রুটি থেকে মুক্ত, তাকে সহীহ হাদিস বলে।

হাসানঃ যে হাদিসের কোনো বর্ণনাকারীর জারতগুণে পরিপূর্ণতার অভাব রয়েছে, তাকে হাসান হাদিস বলা হয়।

জঈফঃ যে হাদিসের বর্ণনাকারী কোনো হাসান হাদিসের বর্ণনাকারীর গুণসম্পন্ন নন, তাকে জইফ হাদিস বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ