Mahadi

Call

খুতবা সানি বা দ্বিতীয় খুতবার বাংলা উচ্চারণ: আলহামদুলিল্লাহি আস্তা'ইনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউ'যুবিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মাইয়্যাহদিল্লাহু ফালা মুদিল্লালাহ। ওয়া মা-ইয়্যুদলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশ-হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহু ওয়া রাসুলুহু। আরসালাহু বিল হাক্কি বাসিরও ওয়া নাযিরান  বাইনা ইয়াদাইয়্যিস্ সা'আতি মাইয়্যুতি 'ইল্লাহা ওয়া রসুলাহু ফাক্বদরসাদা ওয়া মাইয়্যা'তিহিমা ফা ইন্নাহু লা ইয়া দুর্রু ইল্লা নাফসাহ। ওয়ালা ইয়া দুর্রুল্লাহা সাইয়্যান আউজুবিল্লাহি মিনাশ শাইতনির রজীম।ইন্নাল্লাহা ওয়া মালা-ইকাতাহু ইউসল্লুনা আলান্নাবিয়্যি ইয়া আইয়্যুহাল্লাযিনা আমানু সল্লু 'আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সল্লি 'আলা মুহাম্মাদিন 'আবদিকা ওয়া রসুলিকা ওয়া সল্লি 'আলাল মু-মিনি-না ওয়াল মু-মিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়া বারিক 'আলা মুহাম্মাদিও ওয়া আযওয়াজিহী। ক্ব-লান্নাবিয়্যু সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম: আরহামু উম্মাতি বি উম্মাতি আবু-বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি 'উমরু ওয়া আসদাক্বহুম হাইয়ান উছমানু ওয়া আক্বদহুম 'আলি। ওয়া ফাতিমাতু সায়্যিদাতু নিসা-ই আহলিল জান্নাতি ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সায়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওয়া হামযাতু আসাদুল্লাহি ওয়া আসাদু  রসু-লিহি।আল্লাহুম্মাগফিরলিল 'আব্বাসি ওয়া ওয়ালিদিহী মাগফিরাতিন যহিরাতাও ওয়া বাত্বিনাতাল্ লা তুগাদিরু যানবান আল্লাহা আল্লাহা ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম্ মিন বাগদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মিন আবগদাহুম ফাবিবুগদি আবগদাহুম ওয়াখইরু উম্মাতি ক্বারনি ছুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ছুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ওয়াস্ সুলত্বনু যিল্লিল্লাহি ফিল আরদি মান আহানা সুলত্বনাল্লাহি ফি-ল আরদি আহানাহুল্লাহু ইন্নাল্লাহা ইয়ামুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়ায়্যিতা-ই যিল ক্বুরবা-ওয়ানহা 'আনিলফাহসা-ই ওয়াল মুনকার ওয়াল-বাগয়্যি, ইয়া‘ইজুকুম লা’আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশ কুরুলি ওয়ালা তাকফুরুন।

---------------------------------------------------------

★★আরবির বাংলা উচ্চারন পড়া ঠিক নয়। কেননা, বাংলা উচ্চারনে গুন্নাহ, কিছু হরফ (যেমন: ওয়াও যের এর উচ্চারণ ইত্যাদি) ঠিকভাবে লিখা যায় না। তাই, আরবিতে পড়ুন। আরবিতে উচ্চারণ বা মাখরাজের তারতম্যের কারনে অর্থ বিকৃত হয়। এজন্য, আরবিসহ সানি বা দ্বিতীয় খুতবা নিচে দেয়া হলো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ