শেয়ার করুন বন্ধুর সাথে
HMMOBAROKBD

Call

বিড়াল/অন্যান্য প্রানীরা কখন ঘুমায়??এটা বলা মুশকিল,  বিভিন্ন প্রানীর ক্ষেত্রে বিভিন্ন। কারন তাদের বেঁচে থাকার ধরন আলাদা। বেশির ভাগ প্রাণীই যেমন- মানুষ, পাখি ইত্যাদি সারাদিন কাজ শেষ করে রাতে ঘুমাতে যায়।

অপরদিকে বিড়াল এবং রাতজাগা পাখি যেমন-পেঁচা তখন ঘুম থেকে জেড়ে উঠে। বিড়ালের ক্ষেত্রে বেতিক্রমও দেখা যায়,তাই ঠিক করে বলা যাবেনা!হয়তো দিনেরও রাতের বিভিন্ন সময় ঘুমায়৷তবে হ্যা!ঘুমাই সত্য৷এনটিভির একটা অনলাইন পত্রিকার রিপোর্টে দেখলাম-দিনের মধ্যে প্রায় ১৩-১৪ ঘণ্টাই ঘুমিয়ে কাটায় বিড়াল! এই লম্বা ঘুম দিয়ে তারা নিজেদের শক্তি সংরক্ষণ করে৷আবার কাঠবিড়াল গড়ে 14.9 ঘন্টাও ঘুমানোর কথা আছে৷


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
দিনের প্রায় ১৩-১৪ ঘণ্টাই ঘুমিয়ে কাটায় বিড়াল! এই লম্বা ঘুম দিয়ে তারা নিজেদের শক্তি সংরক্ষণ করে।

তথ্যসুত্রঃ এখানে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিড়াল দিনে 18 ঘন্টা ঘুমায

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ