Call

মিয়োসিস কোষ বিভাজনের ফলে মাতৃকোষের নিউক্লিয়াস টি পর পর দুবার বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়, যেগুলোর প্রতিটিই মাতৃকোষের অর্ধেকসংখ্যক ক্রোমোজোম ধারন করে। যেহেতু, মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম অর্ধেক হয় বলেই পুং ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে জাইগোট কোষের ক্রোমোজোম মাতৃকোষের সমান হয়। যদি মিয়োসিস বিভাজনে অর্ধেক না হত। তাহলে প্রতিবার মিলনে দ্বিগুন হয়ে যেতো। তাই মিয়োসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ