৩ বন্ধু শহরে যাওয়ার পর রাতে একটা হোটেলে উঠলো এবং রুম ভাড়া জানতে চাইলে ম্যানেজার বললেন ৩ জনে ৩০ টাকা দিতে হবে।তখন তারা জনপ্রতি ১০ টাকা করে ৩ জনে ৩০ টাকা ম্যানেজারকে দিয়ে বললো প্লিজ একটু কম রাখুন।তখন ম্যানেজার চাবি দিয়ে বললেন আপনারা রুমে গিয়ে আরাম করুন আমি দেখি কম রাখা যায় কি না।তারপর ম্যানেজার হোটেলের দারোয়ানকে ডেকে তার হাতে ৫ টাকা দিয়ে বললেন যাও এটা তাদের ৩ জন কে ফিরিয়ে দিও আর বলে দিও ৩০ টাকা থেকে তাদের অনুরোধে ৫ টাকা কম রেখেছি।দারোয়ান টাকা হাতে নিয়ে চিন্তা করলো ৫ টাকা ত ৩ জনকে ভাগ করা যাবে না তাই সে ২ টাকা তার পকেটে রেখে দিলো আর ৩ টাকা  তাদের ৩ জনকে দিয়ে দিলো।শুরুতেই বলেছি যে তারা জনপ্রতি ১০ টাকা করে দিয়োছিল আর এখন জনপ্রতি ১ টাকা রিটার্ন পেয়ে গেলো তাহলে তাদের জনপ্রতি রুম ভাড়া ৯ টাকায় দাড়ালো তাই না? ৩ জনে  ৯ টাকা করে দিলে (৩ গুন ৯)=২৭ টাকা।দারোয়ান খেয়েছিলো ২ টাকা।(২৭+২)=২৯ টাকা,,,,,এক টাকা গেলো কই????আমাদের হিসাবে ত ৩০ টাকা ছিলো।
শেয়ার করুন বন্ধুর সাথে