TIN certificate কী? এবং এটি পেতে কত টাকা লাগে বিস্তারিত জানাবেন।


Share with your friends
Call

Taxpayer's Identification Number কে সংক্ষেপে TIN বলা হয়। বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাকে আপনার আয়ের ওপর কর দিতে হবে। অবশ্য আপনার বাৎসরিক আয় যদি 2.5 লক্ষ টাকার কম হয় সেক্ষেত্রে আপনার কর দেবার প্রয়োজন নেই। আর আপনার TIN Certificate নেবার ও দরকার নেই।


TIN Certificate করতে কোন টাকা লাগে না। কিন্তু এটা করলে আপনাকে প্রতি বছর আয়কর দিতে হবে। আপনার আয় যদি আয়কর সীমার কমও হয়ে থাকে তবুও আপনাকে মিনিমাম একটা টাকা পরিশোধ করতে হবে। তাই আপনার আয় যদি কম হয় তাহলে আপনি এটা না করাই ভাল।


কিন্তু বর্তমানে Tin Certificate ছাড়া কিছু কিছু কাজে আপনার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার আয় যদি 2.5 লক্ষ টাকার কমও হয়ে থাকে তবুও আপনি একটা মিনিমাম কর (সাধারণত 3 - 5 হাজার) দিয়ে Tin Certificate রাখতে পারেন। NBR এর ওয়েবসাইটে গিয়ে আপনি বিনামূল্যে এটা করে নিতে পারেন। আর Income Tax জমা দেবার সময় এটা সাথে সাবমিট করতে হবে।


E-Tin করার জন্য আপনাকে এখানে যেতে হবে - https://secure.incometax.gov.bd/TINHome

(Security Waring দেখাতে পারে। আপনি Advance এ গিয়ে ওদের সাইটে যেতে পারবেন)


আর Tax বিষয়ক নিয়ম কানুন জানতে এখান থেকে ফাইলটি নামিয়ে নিন -

nbr.gov.bd/uploads/publications/107.pdf

আর আয়করের গোটা ব্যাপারটাই বেশ গোলমেলে। এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে। আপনি ঐ ফাইলটা নামিয়ে পড়লে অনেক কিছু জানতে পারবেন। আর NBR এর সাইটে গিয়েও বিভিন্ন বিষয়ে ধারণা পেতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App