★১,৪,৯,১৬,২৫ একটি সংখ্যা প্যার্টান

  • প্যার্টানটির ২০তম পার্থক্য নির্ণয় কর।।

এখানে ২০ তম পার্থক্য বলতে কি বোঝাচ্ছে।।।    


শেয়ার করুন বন্ধুর সাথে
TohaSultana

Call

এখানে ১ ও ৪ এর পার্থক্য ৩। তেমনি ৪ ও ৯ এর পার্থক্য ৫। এখানে প্রত‍্যেক ক্ষেত্রে পার্থক্য ২ করে বেড়েছে।আর প‍্যাটা্র্নটির ২০ তম পার্থক্য বলতে প‍্যাটার্নটির পরবর্তী সংখ‍্যাগুলো নির্ণয় করে উপরের নিয়মে প‍্যাটার্নটির ২০ তম পার্থক্য নির্ণয় করা বোঝায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Toha Sultanaর পর থেকেঃ আপনার ধারাটিঃ ১,৪,৯,১৬,২৫........ এখানে প্রথম ও দ্বিতীয় পদের পার্থক্য ৩, দ্বিতীয় ও তৃতীয় পদের পার্থক্য ৫, তৃতীয় ও চতুর্থ পদের পার্থক্য ৭...... অতএব, আমরা এ পার্থক্যগুলো নিয়ে আরেকটা ধারা তৈরি করতে পারি। ধারাটি হবেঃ ৩,৫,৭........... ২০ তম পার্থক্য বলতে এ ধারাটিরই ২০ তম পদের মান জানতে চাওয়া হয়েছে।  ৩,৫,৭......... ধারাটির সাধারণ পদ ২ক+ ১। সুতরাং ধারাটির ২০ তম পার্থক্য = (২×২০)+১=৪০+১=৪১. ধারাটির ২০ তম পার্থক্য ৪১।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ