আমার wife প্রায় ৭ বছর (বিয়ের পর)যাবত বলতেছে,আমি খেতে পারিনা।পেটে অনেক খিদা থাকে,সাস্থ্য নষ্ট হয়ে গেছে। এজন্য অনেক ভিটামিন, সিনকারা,আমলকি,আমলাটন,আমভিট খায়িছি কিন্তু কোন লাভ হয়নি।এ অবস্থায় কি করনীয়
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার স্ত্রী -কে বলুন পর্যাপ্ত পরিমানে ঘুমাতে এবং টেনশন মুক্ত থাকতে। ঔষধ: সিভিট স্কয়ার কম্পানির ১+০+১ কারমিনা সিরাপ প্রতিদিন ২ চামচ ২ বার সেব্য। স্কয়ার কম্পানির জিংক বি টেবলেট ১+০+১ সেব্য। এইভাবে ২ মাস চালিয়ে যান। আশাকরি ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধান না হলে একজন মেডিসিন বিভাগের ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ