Shisir

Call

নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, হেপাটাইটিস হয়েছে কি না । কারণ, হেপাটাইটিসের আরও লক্ষণ আছে । আর আমার মনে আপনার শরীর অতিরিক্ত দুর্বল আর এলার্জি আছে । যার কারণে এমন হচ্ছে । তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেন । একমাত্র তিনিই আপনার রোগ নির্ণয় করতে পারবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সঠিক ভাবে বলা যাচ্ছেনা যে এটা হেপাটাইটিস৷ এর লক্ষণ জেনে নিয়ে মিলিয়ে দেখুন, 

  • প্রধান লক্ষণ হল চোখ ও প্রসাবের রং হলুদ হয়ে যাওয়া। সমস্যা বেশি হলে পুরো শরীর গাঢ় হলুদবর্ণ ধারণ করতে পারে। 
  • অনেকসময় পায়খান সাদা হয়ে যাওয়া, চুলকানি, যকৃত শক্ত হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গও দেখা যায়। 
  • এছাড়া শারীরিক দুর্বলতা, ক্ষুধামন্দা, জ্বর, বমি, পেটব্যথা ইত্যাদি তো আছেই।
এছাড়া আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই রোগ নির্নয় করার জন্য পরীক্ষা করাতে পারেন। আমার জানা মতে HBsAG পরীক্ষা করা লাগতে পারে। সঠিক ভাবে বলতে পারছিনা৷ পরীক্ষায় হেপাটাইটিস  positive হলে চিকিৎসকের পরামর্শ নিবেন৷ 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ