আমার বয়স ১৯ বছর..কয়েকমাস আগে হঠাৎ করে আমার দম বন্ধ হয়ে আসছিলো,প্রচন্ড বুক ধড়ফড় করতো, মাথা ঘুরাতো, একা একা কোথাও যেতে পারতাম না ভয়ে,হাটতে গেলো মনে হতো পড়ে যাচ্ছি..এরপর একজন বড় মেডিসিন স্পেশালিষ্ট দেখিয়েছি উনি আমাকে কিছু পরীহ্মা দিয়েছিলো যেমন ইসিজি,এক্সরে, রক্ত আরে কিছু পরীহ্মা দিয়েছিলো কিন্তু সব নরমাল ছিলো..,কিন্তুু আমার সমন্যা যাই না এখন সমস্যা হচ্ছে আমার মনে হয় আমার হার্ট বিট বন্ধ হয়ে যাবে,হাটতে গেলে ভারসাম্য পায় না মনে হয় মাথা ঘুরে পড়ে যাচ্ছি,দূরে কোথাও একা একা যেতে পারি না,হাত পা ঘেমে যায়,কেমন একটা খারাপ লাগে, প্রচুর ভয় হয়,কারো মারা যাওয়ার খবর পেলে আরো ভয় লাগে,মনে হয় এখনই কার্ডিয়াক এরেস্ট বা স্টোক হয়ে যাবে।এই ভয়ে এখন পড়ালেখা প্রায় বন্ধের পথে, কোনকিছুতে আনন্দ পায় না,রাতে ঘুম হয় না, মনে হয় ঘুমের মধ্যে আমার হার্ট বিট যদি বন্ধ হয়ে যায়.একটা পরামর্শ দিবেন প্লিজ
শেয়ার করুন বন্ধুর সাথে