আমার কাছ থেকে একজন ঋন নিল। এখন সে এই টাকা দিয়ে কি করবে এটা শুধুমাত্র সে জানে আর আল্লাহ জানে।  তো ধরে নেন সে এই টাকা দিয়ে সুদের ব্যাবশা করলো তারপর সে ওই টাকা দিয়ে লাভবান হয়ে  আমার ঋন টা পরিশোধ করলো? এখানে আমি কি তাকে টাকা দিয়ে সুদের ব্যাবশা করতে টাকা দিয়ে সাহায্য করলাম? ★কিন্তু আমি যদি জামতাম সে সুদের ব্যাবশা করবে আমি তাকে মোটেও টাকাটা দিতাম না। ★আমি যদি নাও দিতাম সে আমার কাছ থেকে না পেয়ে অন্য জনের কাছ থেকে টাকা নিয়ে সুদের ব্যাবশা করতো। হাদীসে আছে যিনি সুদ খাবে এবং সুদের অনান্য কাজে সাহায্যে করবে সবাই অভিশপ্ত। মোট কথা আমি তো মনের খবর জানি না মুখে একটা অন্তরে আরেকটা রেখে যদি ভাল কাজের কথা বলে ঋন নিয়ে সুদের ব্যাবশা করে আমি কি তাহলে গোনাহ্গারের ভাগী হবো।
শেয়ার করুন বন্ধুর সাথে