শেয়ার করুন বন্ধুর সাথে

বিক্রিয়কদের মধ্যে যে বিক্রিয়ক বিক্রিয়াকে লিমিট করে বা বিক্রিয়া থামিয়ে দেয়, তাই লিমিটিং বিক্রিয়ক। যেমনঃ H2 + Cl2 = 2HCl. বিক্রিয়া অনুযায়ী, এখানে, 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে। কিন্তু, একটি পাত্রে যদি 71 গ্রাম ক্লোরিনের সাথে 2 গ্রামের কম হাইড্রোজেন দেওয়া হয়, তাহলে পুরো 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করার আগেই হাইড্রোজেন শেষ হয়ে যাবে। ফলে, পুরো বিক্রিয়াটি শেষ হবে না। এখানে, হাইড্রোজেন কম থাকার কারণে বিক্রিয়াটি লিমিট হয়েছে। তাই, H2 এখানে লিমিটিং বিক্রিয়ক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ