প্রথম কথা, রোদ থেকে দুরে থাকুন। কেননা, রোদ ত্বককে কালো করে দেয়। . করণীয়ঃ লেবুর রস ও কাঁচা হলুদ একসাথে মিশিয়ে ঐসব স্থানে প্রলেপ লাগিয়ে রাতে ঘুমাতে যান। সকালে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার করে, একমাস করলে অনেকটাই উন্নতি হবে। সতর্কতাঃ দিনে লাগাবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি Himalaya Fairness Cream টি ব্যাবহার করুন ত্বকের উজ্জ্বলতার জন্য। আর হামদর্দ কম্পানির (ছাফী) SAFI সিরাপটি ২-৩ ফাইল সেবন করুন। আশাকরি ইনশাল্লাহ আপনার ত্বক কিছুটা হলেও উজ্জ্বল হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে, আপনার শরীরের যে অংশগুলো কাপড় দ্বারা আচ্ছাদিত থাকে সে অংশগুলো অন্য অংশের তুলনায় বেশি ফর্সা।কারণ রোদ মানুষের ত্বক কে কালো করে ফেলে।আর যে অংশ ঢাকা থাকে সে অংশ তুলনা মুলক ফর্সা থাকে।। তাই চেষ্টা করুন রোদ থেকে দুরে থাকার জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ