Share with your friends

হুকের সূত্র অনুযায়ী: স্প্রিং এর বল= -স্প্রিং ধ্রুবক×অবস্থান। এখানে, স্প্রিং ধ্রুবক হলো k, অবস্থান হলো x.  অতএব, F=-kx (প্রমাণিত)।

Talk Doctor Online in Bissoy App

হুকের সুত্র হতে পাই, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক।  ধরি, পীড়ন= F(কারণ বিকৃতির কারণে যে বল উৎপন্ন হয় সে বলটিই পীড়ন) বিকৃতি = x.  প্রশ্নমতে, F ∞ x  বা, F = kx.  এখন পীড়ন বল টা বিকৃতির কারণে পদার্থের ভিতর উৎপন্ন হয় ও তা বিকৃতির বিপরীত দিকে ক্রিয়া করে পদার্থকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চায়। তাই দুটো পদ বিপরীত চিহ্নবিশিষ্ট হবে। অতএব, F = -kx.  এটাই সুত্রটির প্রতিপাদন। 

Talk Doctor Online in Bissoy App